Viral: সাদা তোয়ালে জড়িয়ে ইন্ডিয়া গেটের সামনে নাচ মডেলের, ভাইরাল ভিডিও 

Viral video


সাদা তোয়ালে জড়িয়ে ইন্ডিয়া গেটের সামনে নাচ মডেলের। ভিডিও ছড়াতেই বিতর্ক। কলকাতার বাসিন্দা ওই মডেলের নাম সংহতি মিত্র। সম্প্রতি এই মডেল একটি ভিডিও পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ভিডিওতে দেখা যায় ইন্ডিয়া গেটের সামনে শরীরে শুধু একটা তোয়ালে জড়িয়ে নাচছেন তিনি। (যদিও সংবাদ একলব্য ভিডিওর সত্যতা যাচাই করে নি)। সেই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে নেট দুনিয়ায়। একদল নেট নাগরিক বিষয়টা নিয়ে শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন।

ভিডিওতে দেখা যায় ইন্ডিয়া গেটের সামনে হালকা ভিড় আর সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র গায়ে তোয়ালে জড়িয়ে ডান্স করছেন একজন সুন্দর তরুণী। বাজছে ‘মেরে খোয়াবোঁ মেঁ জো আয়ে’ গান, নাচছেন তিনি। সেই ভিডিয়োই ভাইরাল। প্রসঙ্গত, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলও এই গানটিতে তোয়ালে পরে নেচেছিলেন। মনে করা হচ্ছে, তারকাকেই অনুকরণ করেছেন এই মডেল।

১৯ নভেম্বর ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। আপনারা সকলে আপনাদের সাহস, দয়া এবং সহানুভূতি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকুন।” চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও: