Latest News

6/recent/ticker-posts

Ad Code

KKR: কলকাতা কাকে কত দরে কিনলো? কি হতে পারে সম্ভাব্য একাদশ?

KKR: কলকাতা কাকে কত দরে কিনলো? কি হতে পারে সম্ভাব্য একাদশ? 

KKR


নিলামের দ্বিতীয় দিনে দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি বেঙ্কটেশ আয়ার। দলের সিইও বেঙ্কি মাইসোর রবিবার বলছিলেন, তাঁদের পরিকল্পনার কথা। গত বারের আইপিএল জয়ী দলের মোট ১১ জনকে রেখে এ বারের দল তৈরি করেছে কেকেআর।


কলকাতা নাইট রাইডার্স যাদের কিনলো:

বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ), 
রিঙ্কু সিংহ (১৩ কোটি), 
বরুণ চক্রবর্তী (১২ কোটি), 
আন্দ্রে রাসেল (১২ কোটি), 
সুনীল নারাইন (১২ কোটি), 
এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ), 
হর্ষিত রানা (৪ কোটি), 
রমনদীপ সিংহ (৪ কোটি), 
কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ), 
অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), 
স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লক্ষ), 
রহমানুল্লা গুরবাজ় (২ কোটি), 
মইন আলি (২ কোটি) 
বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ), 
অজিঙ্ক রাহানে (১ কোটি ৩০ লক্ষ) 
রভমন পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ), 
উমরান মালিক (৭৫ লক্ষ) 
মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), 
অনুকূল রায় (৪০ লক্ষ) 
মায়াঙ্ক মরকন্ডে (৩০ লক্ষ), 
লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ)



কলকাতার সম্ভাব্য একাদশ

সুনীল নারাইন (বিদেশি), কুইন্টন ডি’কক (বিদেশি/উইকেটরক্ষক), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল (বিদেশি), রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, এনরিখ নোখিয়ে (বিদেশি), হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code