Latest News

6/recent/ticker-posts

Ad Code

PAN Card: বড় পরিবর্তন আসতে চলেছে প্যান কার্ডে

PAN Card: বড় পরিবর্তন আসতে চলেছে প্যান কার্ডে

Big changes are coming in PAN card


প্যান কার্ড (Pan Card) দেশের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিচিত। একই সময়ে, আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্যান কার্ড (Pan Card) প্রয়োজন এবং প্যান কার্ড (Pan Card) ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যাবে না। এছাড়াও, বড় আর্থিক লেনদেনের জন্যও প্যান কার্ডের (Pan Card) প্রয়োজন হয়।

এবার প্যান কার্ডে (PAN Card) বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড। নতুন ধরণের প্যান ২.০ (PAN 2.0) প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। 

কী কী সুবিধা মিলবে নতুন প্যান (PAN Card) থেকে? এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

জানা গিয়েছে, প্যান কার্ডে আর কাগজ নয় সম্পূর্নভাবে ডিজিটালাইজড করা হবে প্যানকার্ড সিস্টেমকে। অনলাইনেই কার্ডের জন্য আবেদন সহ নানান কাজ হবে। থাকবে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code