Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাই ফোঁটার মধ্যেও জাস্টিসের দাবি!

ভাই ফোঁটার মধ্যেও জাস্টিসের দাবি! 

Bhai fota


বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এবারে ভাই ফোঁটার মধ্যেও উচ্চারিত হবে জাস্টিসের দাবি। অশোকনগরের একটি মিষ্টির দোকানে দেখা যাচ্ছে জাস্টিস লেখা একটি বিশেষ সন্দেশ। বোনেদের খুবই পছন্দের এই সন্দেশ হুহু করে বিকোচ্ছে। অগ্নিশিখা চলছে আর তার ওপর এই লেখা জাস্টিস। এই সন্দেশ কিনতে রীতিমত ভিড় অশোকনগরের এই অবিরত মিষ্টির দোকানে। 



দেখা হয়ে গেল ব্যাঙ্গালোরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত দেবলীনা রায়ের সঙ্গে। দেবলীনা জানালেন তিনি আটটি এমন সন্দেশের অর্ডার করেছেন আর আজকে একটি নিয়ে যাচ্ছেন তিনি উচ্চকিত প্রশংসা করলেন ওই মিষ্টি ব্যবসায়ীর জানালেন সবাই মনে মনে জাস্টিস চাইছে সে কারণেই এই উদ্যোগ প্রশংসনীয়। এই অগ্নিশিখা মিষ্টির মাধ্যমে যেন সমস্ত ভাই দাদাদের মনে প্রজ্জ্বলিত থাকে। সে কারণেই বোনেরা এই বিশেষ জাস্টিস সন্দেশ তুলে দিতে চায় দাদাদের হাতে।



এ প্রসঙ্গে বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী কমল সাহা জানালেন দিন কয়েক আগে এক দিদি এসে ভাইয়ের জন্য এমন কোন নতুন সন্দেশের বানানোর কথা সব মিলিয়ে ভাইফোঁটার বাজারেও এবার জাস্টিস যে যেন সরব হচ্ছেন বোন ও দিদিরা যার ফলে উপকৃত হচ্ছেন মিষ্টান্ন ব্যবসায়ীও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code