'দিনহাটা মস্তানমুক্ত হোক, সন্ত্রাসমুক্ত হোক'- মন্ত্রী উদয়ন গুহ

udayan guha



দিনহাটা - সন্ত্রাস মুক্ত দিনহাটা গড়ার ডাক দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নার মুক্তমঞ্চে দুদিনের বডিবল্ডিং, পাওয়ার লিফটিং এবং যোগাসন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটা মস্তানমুক্ত হোক, সন্ত্রাসমুক্ত হোক। 

মন্ত্রী বলেন, স্বাস্থ্যই সম্পদ, যা জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছি। অথচ এই সম্পদকে ব্যবহার করে অনেকেই ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির জন্য সচেষ্ট হয়ে উঠেছে। এমনই মানসিকতা তৈরি হয়েছে। অনেকেই জমি দখলের কারবারের সঙ্গে জড়িত হয়ে পড়েছে।

মন্ত্রী উদয়ন গুহর এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি দিনহাটায় মস্তান মুক্ত তথা সন্ত্রাসমুক্ত পরিবেশ নেই। মন্ত্রী উদয়ন গুহ যেখানে এই শহরেই বসবাস করে থাকেন, সেখানেই সন্ত্রাসের পরিবেশ, যা উদয়ন গুহর বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে। উদয়ন গুহ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে, দিনহাটায় জমি দখলের নামে সন্ত্রাসের পরিবেশ রয়েছে।

এদিন প্রদীপ জ্বালিয়ে কমল গুহ এবং বেলা গুহ মেমোরিয়াল মাল্টিজিমের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী। দু'দিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল, ডাক্তার বিদ্যুৎ কমল সাহা, দিনহাটায় এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায়, দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী রায় বর্মন, সায়ন্তন গুহ প্রমুখ।

দু'দিনের এই প্রতিযোগিতায় কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তিনশ' জনেরও বেশি প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশ নেবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে চাঁদনী সাহা জানিয়েছেন।