পুজোর শেষে ফলমূল-প্রসাদ নিয়ে অভিনব উদ্যোগ সর্বমঙ্গলা পল্লী সার্বজনীন ধান এন্ড লাইব্রেরী
দুর্গাপূজা হোক কিংবা কালী পূজা মায়ের চরণে নিবেদন করা প্রচুর ফল মূল, মন্ডা মিঠাই গন্ধ অথবা নষ্ট হয়ে গিয়ে পচে যায়। পাছে সেই সমস্ত খাওয়ার ফেলে দিতেই হয়। অনেক ক্লাব উদ্যোক্তাদের আয়োজিত বিভিন্ন জাগ্রত কালীমন্দিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভক্তরা মায়ের চরণে নিবেদন করেন প্রচুর ফলমূল মিষ্টি মিষ্টান্ন ইত্যাদি। পরের দিন সেই সমস্ত ফলমূল এবং প্রসাদ মন্দির থেকে সংগ্রহ করেন ভক্তরা। আবার অনেকেই আছেন যারা সেগুলো নিয়ে যান না। পাছে সেগুলো নষ্ট হয় এবং বাধ্য হয়ে ফেলে দিতে হয়। তবে সেই সমস্ত খাবার যাতে দুঃস্থ শিশু এবং মানুষদের হাতে তুলে দেওয়া যায় এবারে সেই উদ্যোগ নিল মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী সার্বজনীন ধান এন্ড লাইব্রেরীর সদস্যরা।
মালদা শহরের ২০ নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লীতে ৩০০ বছরের এই ঐতিহ্যবাহী কালীপুজোয় প্রচুর ভক্তের সমাগম হয়। প্রচুর মানুষ একরাত্রিব্যাপী এই কালীপুজোতে ফলমূল মিষ্টি মিষ্টান্ন মায়ের চরণে নিবেদন করেন। ভক্তদের সেই সমস্ত প্রসাদ বিতরণের পর যে সমস্ত ফলমূল এবং অন্যান্য ভোগ পড়ে থেকে যায় সেই সমস্ত খাবার এবার দুঃস্থ শিশু এবং গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হল স্বপ্ন ছায়ায় আলোর দিশা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায়।
পুরাতন মালদা ব্লকের সারদা কলোনি এলাকায় সেই সমস্ত ফলমূল এবং খাবার বিতরণ করলেন এই স্বেচ্ছাসেবী সংস্থা। গত বছরের মতো এবছরও সর্বমঙ্গলা পল্লী থানের ক্লাব সদস্যদের উদ্যোগে এই বেঁচে যাওয়া ফলমূল দুস্থদের মধ্যে বিতরণ করতে পেরে খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সহ সর্বমঙ্গলা পল্লী সার্বজনীন থান অ্যান্ড লাইব্রেরীর সদস্যরা।
0 মন্তব্যসমূহ
thanks