IGNOU তে পালিত হলো জন জাতি গৌরব দিবস ২০২৪
সুরশ্রী রায় চৌধুরী, সংবাদ একলব্য:
ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা আঞ্চলিক কেন্দ্র সত্যপ্রিয় রায় শিক্ষক শিক্ষন মহাবিদ্যালয় স্টাডি সেন্টার প্রেক্ষা গৃহে জন জাতি গোষ্ঠী, শিক্ষার্থীদের নিয়ে পালন করলো জন জাতি গৌরব দিবস।
ভারতের ইতিহাসে শিশু দিবসের সঙ্গে আর একটি নতুন দিবস পালিত হলো বিরসা মুন্ডার ১৫ ই নভেম্বর এর জন্মদিনকে স্মরণ করে। ১৫ই নভেম্বর গুরু নানক এর জন্মদিন এর ছুটির আগের দিন এই জন জাতি গৌরব দিবস নিষ্ঠার সঙ্গেই পালিত হলো।
অনুষ্ঠানের প্রথমেই ইগনুর আঞ্চলিক অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা স্বাগত ভাষণে উপস্থিত অতিথিদের মঞ্চে বরণ করে নেন। মঞ্চে অধ্যাপক হিমাংশু বসু ও সত্যপ্রিয় রায় শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের বরিষ্ঠ গবেষক অধ্যাপক ও ইগনুর বিশেষ উপদেষ্টা ডঃ কৌশিক চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। জন জাতি গোষ্ঠীর শতাধিক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক অনিল বরণ হাঁসদা। ইগনুর পক্ষে আধিকারিক ডঃ অজয় বেহেরা, সহ কর্মী প্রভাষ দত্ত, প্রসেনজিৎ মজুমদার, কৌস্তভ, রাজা দাস, নির্মল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খন্ড, শিলিগুড়ি, বীরভূম, হুগলী থেকে এসেছিলেন আদিবাসী শিল্পীরা। মাদলের সুমধুর শব্দে বাঁশির সুরে পরিবেশিত হয়েছিলো নাচ, গান, সান্তালি ভাষায় রচিত রবীন্দ্র সংগীতের ভাষান্তর। সত্যপ্রিয় শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটির গুরুত্ব বাড়িয়েছেন।
উপস্থিত আতিথিরা জন জাতির জন্য ভারতের সংবিধান অনুযায়ী সব রকম সুযোগ সুবিধা প্রাপ্তির প্রশাসনিক সহযোগিতা দ্রুত কার্যকরী করার অনুরোধ জানান। আঞ্চলিক অধিকর্তা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে জানান। জন জাতি গোষ্ঠী সব দিক দিয়ে যাতে স্বনির্ভর হোতে পারে সেদিকে ও নজর দিতে প্রশাসনকে জানাবেন বলেছেন। পেশা মুখি কার্যক্রম এর উপরেও জোর দিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊