Latest News

6/recent/ticker-posts

Ad Code

Harini Amarasuriya: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে ফের হরিনি অমরসুরিয়া

Srilanka:  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে ফের হরিনি অমরসুরিয়া

Srilanka:  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে ফের হরিনি অমরসুরিয়া



গত শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে, প্রাপ্ত ফলাফল অনুসারে পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১৫৯টিতে জয় পেয়েছেন জেভিপি প্রার্থীরা। হরিনি অমরসুরিয়াও তার নিজ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর জিভিপির অন্যতম জ্যেষ্ঠ নেত্রী হরিনি অমরাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। পাশাপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছিল তাকে।

তবে হরিনির সেই নিয়োগ স্থায়ী ছিল না। পার্লামেন্ট নির্বাচনে যদি অন্য কোনো দল জয়ী হতো, সেক্ষেত্রে প্রধানমন্ত্রিত্বের পদ ছাড়তে হতো তাকে। এবার আগামী ৫ বছরের জন্য পাকাপাকিভাবে এই পদে এলেন তিনি।

আগামী বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে বসবেন এমপিরা। সেদিনই নতুন স্পিকার নির্বাচন করা হবে।

নিজ দলের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট দিশানায়েকে বলেছেন, “ক্ষমতার অপরিহার্য একটি অঙ্গ জবাবদিহিতা। জনগণের প্রতি জবাদিহিতা, মানবিকতা এবং সংযম দিয়ে যে ক্ষমতা সজ্জিত, সেটিই প্রকৃত ক্ষমতা। আমি এই পার্লামেন্ট নিয়ে খুবই আত্মবিশ্বাসী। এখন থেকে আমাদের প্রতিটি কাজ, পদক্ষেপের বিচার জনগণ করবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code