Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pori Moni: আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি !

Pori Moni: আবারও প্রেমে পড়েছেন নায়িকা পরীমণি !

Heroine Paramoni is in love again!



আবারও প্রেমে পড়েছেন বাংলাদেশের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি।


যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।


যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না।


অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই। সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন অভিনেত্রী নিজেই।


প্রসঙ্গত, ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দু’জনের সংসার। এরপরে দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই বাস করছেন অভিনেত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code