Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার চিকিৎসক

নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার চিকিৎসক

Doctor arrested for sexually assaulting minor school girl


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

চিকিৎসা করাতে আসা এক নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট মহিলা থানার পুলিশের কাছে গ্রেফতার ডাঃ রমন রাজ। অভিযোগ অনুযায়ী জানা গেছে ঘটনাটি ঘটে গত ১৫ নভেম্বর। স্কুল ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আসানসোল মহিলা থানার পুলিশ।

ধৃত চিকিৎসকের বিরুদ্ধে আসানসোল মহিলা থানার পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) (সি), ৬৪/২/এফ, ৬৫(১) ও পকসো আইনের ৬ নং ধারায় মামলা করে।

বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ওই স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসে আসানসোল মহিলা থানার পুলিশ। এদিনই আসানসোলের মহিলা থানার পুলিশ ধৃত চিকিৎসক ডাঃ রমন রাজকে আসানসোল আদালতের পকসো কোর্টে পেশ করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। পকসো কোর্টের বিচারক ছুটিতে থাকায় এই মামলার শুনানি হয় পকসো কোর্টের দায়িত্বে থাকা এডিজে (২) তানিয়া ঘোষের এজলাসে। সওয়াল-জবাব শেষে আদালতের বিচারক চিকিৎসকের জামিন নাকচ করে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি আইনজীবী নীতা মজুমদার জানান, মহিলা থানার পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করে এবং পকসো আদালতে হাজির করে। মহিলা থানার পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়েছিলো কিন্তু শুনানির পর বিচারক অভিযুক্তকে এক দিনের পুলিশ রিমান্ডে পাঠান।

চিকিৎসকের বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চল জুড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code