১২-তে নিখোঁজ, ৮ বছর পর ২০-তে ঘরে ফিরলো ঘরের ছেলে! 

Son return after eight years


প্রায় আট বছর আগে নিখোঁজ হয়েছিল ১২ বছরের এক কিশোর। সেই কিশোরই আট বছর পর বাড়ি ফিরল ২০ বছরের যুবক রূপে। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদা ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের জোত বসন্ত গ্রামে। 


জানা গেছে, সম্প্রতি বাড়ি ফিরে আসা যুবকের নাম সাগর মন্ডল। তার বাবার নাম সঞ্জয় মন্ডল এবং মায়ের নাম সপ্তমী মন্ডল। সঞ্জয় এবং সপ্তমীর এক মেয়ে এক ছেলে। এরমধ্যে সাগর ছোটো। 


পরিবার সূত্রে খবর, সে ২০১৬ সালের ২৬শে জুন জোত বসন্ত গ্রামের আমবাগানে আম কুড়াতে যায়। কিন্তু আর বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়ে। ওই সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর। ঘটনার তিনদিন পর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরীও করা হয়েছিল। কিন্তু কোন খোঁজ মেলেনি। পরিবারবর্গ অনেক কান্নাকাটি, চোখের জল ফেলেও ছেলের কোন হদিশ পাননি। এখানে-সেখানে, এর-ওর কাছে ছেলের ছবি দেখিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান, না পেয়ে ছেলের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এরমধ্যেই সম্প্রতি হঠাৎ করে আশার আলো জ্বলে ওঠে। 



মালদার মিলকির এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে জোত বসন্ত গ্রামের নিখোঁজ কিশোর সাগর মন্ডলকে ২০ বছরের যুবক হিসেবে খুঁজে পায়। তিনি সঙ্গে ওই যুবকের পরিবারকে খবর দেন। পরিবারবর্গ বিভিন্ন চিহ্ন দেখে, তাকে নিজেদের ছেলে হিসেবে চিহ্নিত করে। এরপর সেই যুবক বুধবার সকালে তার নিজের বাড়ি ফিরে আসে। আট বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে পুনরায় ফিরে পাওয়ায় পরিবারে খুশির জোয়ার বয়ে যায়।