নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের নির্দেশে সারা বাংলার প্রতিটি ব্লকের বাজারগুলিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ৯ ই নভেম্বর সকাল ৮.৩০ মি: থেকে ৯.৩০ মি: পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।
আজ ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে একই সময়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হলো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখলেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা।
বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা তাঁর বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন আলু, পেঁয়াজ, টমাটো, পটল, আদা, রসুন, চাল, ডাল, তেল, পেট্রোল, রান্নার গ্যাস ইত্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। তিনি আরোও বলেন এই দুই সরকার সর্ব ক্ষেত্রে সর্বতভাবে ব্যর্থ। মানুষকে কংগ্রেসের সঙ্গে আসতে আহ্বান জানান। একমাত্র কংগ্রেস-ই পারে মানুষকে সমস্ত রকম সুবিধা ও সু শাসন দিতে।
আজকের সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য মহ: কবির হোসেন, শান্তিরাম মাল, যুব কংগ্রেস কমিটির জেলা সাধারণ সম্পাদক বজরুল হক, ময়ূরেশ্বর বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি সাইফার সেখ, ব্লক কংগ্রেস কমিটির sc/St সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ ও অন্যান্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
thanks