৪১ জন শিক্ষার্থী নিয়েই স্মার্ট ক্লাস আরম্ভের উদ্যোগ, শুরু হয়েছে খুদেদের কম্পিউটার প্রশিক্ষণ 

Student


৪১ জন শিক্ষার্থী নিয়েই স্বমহিমায় এগিয়ে চলছে হুগলি জেলার পালদীঘি ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন। হুগলির খানাকুল রাজা রামমোহন চক্রের অধীনে এই পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন। এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র ৪১ জন। তারপরেও প্রধান শিক্ষক অসিত মাজির স্বনিপুন দক্ষতায় এগিয়ে চলছে শিশুদের পঠন পাঠন। 


এবছরের নয়া সংযোজন কম্পিউটার। এবছর জানুয়ারি মাস থেকেই এই বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ের ওপর পড়াশুনা আরম্ভ হয়েছে। আর তাতে খুদে পড়ুয়াদের বেশ আকর্ষন। এই কয়েক মাসেই শিখে ফেলেছে অনেক কিছুই। সিপিইউ, মাউস, কীবোর্ড, মনিটর সব চেনাই শুধু নয় লিখতে পারা সেগুলোকে সাজানো সহ আরো কিছু কাজ তাঁরা শিখে ফেলেছে। 


এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মাজি জানান, এ বছরই জানুয়ারি থেকে কম্পিউটার সংক্রান্ত বিষয়টি আমরা হাতে নিয়েছি এবং ছাত্র-ছাত্রীদের শেখানোর কাজটা শুরু করেছি, আগামী ২০২৫ শিক্ষাবর্ষে যাতে কম্পিউটার দ্বারা স্মার্ট ক্লাস পুরোপুরি চালু করা যায় তার জন্য উদ্যোগী হয়েছি এবং বিভিন্ন জায়গায় অনেকের দ্বারস্থ হয়েছি। আশা করি আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।