Bangladesh: নতুন করে হিংসায় উত্তপ্ত বাংলাদেশ
নতুন করে হিংসা ছড়াল বাংলাদেশে! ঢাকায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ। দলীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ ও সেনাবাহিনী। যদিও এই ঘটনায় জাতীয় পার্টির তরফে এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় নি।
গত আগস্ট মাসেই বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে। ব্যাপক গণরোষে গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু হাসিনার দেশত্যাগের পর থেকে বাংলাদেশে অত্যাচার-নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা।
বাংলাদেশে গঠিন অন্তর্বর্তী সরকার হিংসা দমনে পুরোপুরি ব্যর্থ। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও শরিক দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। ভাংচুর চালানো হচ্ছে ঘর বাড়িতে। এবার ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে টার্গেট করেছে আন্দোলনকারীরা। তারা প্রথমে অফিস ভাংচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার জেরে অফিসের আংশিক ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ ছিল।
ঘটনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের নেতা শাকিলুজ্জামান বলেন, আমরা জাতীয় পার্টি অফিসের কাছে মশাল মিছিল করছিলাম, তখন জাতীয় পার্টির সদস্যরা ছাদ থেকে আমাদের দিকে পাথর নিক্ষেপ করে। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি কর্মীরা নিজেরাই তাদের অফিসে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, ‘আমরা ছাত্র, শ্রমিক ও নাগরিকরা ঘোষণা করেছি যে, আমরা জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেব না।'
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে, সাইনবোর্ড উপড়ে ফেলে দেয় এবং দলের প্রতিষ্ঠাতা এরশাদের ছবিতে কালির প্রলেপ দেওয়া হয়। জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’
0 মন্তব্যসমূহ
thanks