চার বছর নির্বাসিত কুস্তিগির বজরং পুনিয়া

Bajrang Punia


চার বছর নির্বাসিত কুস্তিগির বজরং পুনিয়া। জাতীয় ডোপিং বিরোধী সংস্থা অর্থাৎ NADA-র নির্দেশের অমান্য করেছেন এই কুস্তিগির। তাই তাঁকে নির্বাসিত করা হয়েছে এমনটাই খবর। এই বছরের এপ্রিল মাস থেকে তাঁর নির্বাসন কার্যকর করা হয়েছে। এর আগে তাঁকে আন্তর্জাতিক কুস্তি সংস্থাও সাসপেন্ড করেছিল।



সোনিপতে অনুষ্ঠিত জাতীয় ট্রায়াল প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বলে তখনই তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। তার পর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (WADA) কারণ জানতে চায়। তাতেও সুরাহা না মেলায় ২৩ এপ্রিল নোটিশ জারি করা হয়। সব মিলিয়ে অলিম্পিকের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেননি। নামতে পারেননি অলিম্পিকেও।


যদিও কুস্তিগিরের অভিযোগ ছিল, পরীক্ষার জন্য মেয়াদ উত্তীর্ণ কিট দেওয়া হয়েছিল। জুন মাসে নোটিশ পাঠানো হয়েছিল। পালটা আবেদন করেন বজরংও। কিছু নির্বাসন তুলে নেওয়ার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফের শুনানি হয়। যার সিদ্ধান্তে তাঁকে দোষী ঘোষণা করে শাস্তি দেয় NADA।