জন্মদিনে অভিনব উদ্যোগ শিক্ষিকার, নজর কাড়লো সকলের
সংবাদ একলব্য, তপন বর্মন:
নিজের জন্মদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে উদযাপন করলেন দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের বিবেকানন্দ এইডেড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শতরূপা পাল। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করলেন তিনি।
শতরূপা পাল বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের নবাগত শিক্ষিকা। অল্প সময়ের মধ্যে তিনি ছাত্র ছাত্রীদের কাছে জনপ্রিয় ম্যাডাম হয়ে ওঠেন।
আজ প্রিয় শিক্ষিকার জন্মদিন। তাই ছাত্র ছাত্রীরা তার জন্মদিন বেশ আনন্দের সাথে উদযাপন করে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ গুলিকে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে । ছাত্র ছাত্রীদের নিয়ে বেশ আনন্দের সাথে কেক কাটেন শিক্ষিকা। শিশু শিক্ষার্থীরাও উপহার তুলে দেন প্রিয় শিক্ষিকার হাতে। শিক্ষিকা ও শিক্ষার্থীদের এই অপূর্ব মেলবন্ধনের ছবি সবাইকে আপ্লুত করে।
এইদিন মিড ডে মিলের বরাদ্দ খাবার বদলে শিক্ষিকা শতরূপা পাল ছাত্র ছাত্রীদের জন্য ভালো মানের চাল, মাংস, দই, মিষ্টি চাটনির ব্যবস্থা করেণ। পেট পুরে শিক্ষার্থীরা মাংস ভাত খেয়ে ভীষণ খুশি।
এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক দিবাকর দেবনাথ , শিক্ষক বাপ্পাদিত্য রায়, গোপাল সাহা সহ অনেকেই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ শেখ জানান " আমরা বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্মদিন পালন করি। আজ বিদ্যালয়ের সহ শিক্ষিকা শতরূপা পাল মহাশয়ার জন্মদিন। ছাত্র ছাত্রীরা ম্যাডামের জন্মদিন পালন করল। ম্যাডাম সকল ছাত্র ছাত্রীদের জন্য আজকে বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছেন। বেশ আনন্দের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হল। আমি ম্যাডামকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। "
এ প্রসঙ্গে শিক্ষিকা শতরূপা পাল জানান " কর্ম ক্ষেত্রে সারাটা সময় ছাত্র ছাত্রীদের সঙ্গে কাটাই। এবারেরর জন্মদিনটা এদের সঙ্গে কাটিয়ে সত্যি ভীষন ভালো লাগছে। "
তবে শিক্ষিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা।
0 মন্তব্যসমূহ
thanks