পাঁচিলকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে বচসা , জখম ২

পাঁচিলকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে বচসা , জখম ২


আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত মনবেড়িয়া এলাকার দুই প্রতিবেশির মধ্যে একটি পাঁচিলকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে বচসা এবং তার থেকে ঝামেলা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়।

আক্রান্ত প্রতিবেশি মহম্মদ শাহিদের অভিযোগ তার প্রতিবেশী নঈম আক্তার সহ তার ছেলেরা রড,লাঠি দিয়ে মারধর করে তাঁদের এই মারধরে দুজন জখম হয় বলে জানা যায়। শুন্যে গুলি চালানোর মতো অভিযোগ নঈম আক্তারের বিরুদ্ধে করেন।

ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় শুন্যে গুলি চালানো আগ্নেয়াস্ত্রটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ।

যদিও দোষীদের শাস্তির দাবি তুলে বরাকর কল্যানেশ্বরী রাস্তার মনবেড়িয়া মোড় সংলগ্ন এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় মহম্মদ শাহিদের পরিবার।

মহম্মদ শাহিদ বলেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানা যায়।