কোচবিহারে যাত্রা শুরু করলো লেডিস স্পেশাল বাস

Ladies special bus started in Cooch Behar


সোমবার থেকে রাস্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের লেডিজ স্পেশাল বাস চলতে শুরু করল। কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে সকাল ১০ টায় যাত্রা শুরু করেছে এই বাসটি। লেডিস স্পেশাল এই বাসটিতে সমস্ত মহিলা যাত্রী ও মহিলা পরিচালক অর্থাৎ কন্ডাক্টর।

এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই নতুন সংযোজন। আগামীতে আমরা ধাপে ধাপে কোচবিহার থেকে দিনহাটা সহ জেলার বিভিন্ন রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের লেডিস স্পেশাল বাস পরিষেবা শুরু করবো।