আবাস যোজনার তালিকায় ওঠা নিজের নাম বাতিলের আবেদন পঞ্চায়েত সদস্যার
দিনহাটা:
রাজ্য জুড়ে যখন বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নাম নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তখনি বাংলা আবাস যোজনায় প্রায়োরিটি লিস্টে নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করে সারা ফেললেন দিনহাটা ১ নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারী গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সাবিনা সুলতানা মেহেদী।
তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা জানান যেহেতু তিনি গ্রামের পঞ্চায়েত সদস্যা এবং আর্থিকভাবে স্বচ্ছল তাই যখন তিনি জানতে পারেন আবাস যোজনা প্রকল্পে ঘরের লিস্টে তার স্বামীর নাম এসেছে তৎক্ষণাৎ তারা সেটা বাতিলের সিদ্ধান্ত নেন।
তিনি আরো জানান তারা চান তাদের মতো যারা স্বচ্ছল রয়েছেন তারা সকলেই যেন নিজেদের নাম সেই তালিকা থেকে স্বইচ্ছায় বাদ দিয়ে সেই জায়গায় সঠিক উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেয়। একই সুর আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকা পঞ্চায়েত সদস্যার স্বামী রানা ইসলামের গলাতে।
অপরদিকে আবাস যোজনা প্রকল্পে নামের তালিকা ভেরিফিকেশন সার্ভে করতে আসা সার্ভেয়ার উমাশীষ ডাকুয়া বলেন তিনি যখন সার্ভে করতে এসেছেন সেই সময় ওই পঞ্চায়েত দম্পতি জানান তাদের আর্থিক স্বচ্ছলতা থাকায় তারা আবাস যোজনা প্রকল্পে এই ঘরটি নিতে চান না। পরবর্তীতে সার্ভেয়ার পরামর্শ দেন দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আবাস যোজনা প্রকল্পে নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করতে।
নিজের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামীর এমন সিদ্ধান্তে খুশি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্ম নারায়ণ রায়, তিনি বলেন তার গ্রামের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি খুশি। আরো জানান এরপর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ যারা আর্থিকভাবে স্বচ্ছল রয়েছেন তারাও যদি এই একই সিদ্ধান্ত নেন তাহলে অনেক দু:স্থ মানুষ আবাস যোজনা প্রকল্পে ঘরের সুবিধা পাবেন।
0 মন্তব্যসমূহ
thanks