YPTRC 2024 Result: YPTRC পরীক্ষার ফল ঘোষনার তারিখ জানালো CIRCLE সংস্থা, কবে ফল ঘোষনা?
পঞ্চম থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ওএমআর ভিত্তিক মেধা পরীক্ষা পরিচালন সংস্থা CIRCLE তাঁদের ২০২৪ এর Your Present Talent Research By CIRCLE পরীক্ষার ফল ঘোষনার তারিখ জানিয়ে দিল। গত ২০ই অক্টোবর ২০২৪ কোচবিহার জেলার ১০টি সেন্টারে প্রায় ২০০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলের অপেক্ষায় অধীর আগ্রহে ছাত্র ছাত্রীরা। এর মধ্যেই আজ বিজ্ঞপ্তি দিয়ে দিল সংস্থা।
সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, YPTRC 2024- এর ফল আগামী ২৫শে নভেম্বর প্রকাশিত হবে। CIRCLE এর অফিশিয়াল ফেসবুক পেজ ও সংবাদ একলব্য অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক ও ইউটিউবে লাইভ মেধা তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি www.sangbadekalavya.in ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা নিজের রেজাল্ট চেক করতে পারবেন। তবে ঠিক কখন প্রকাশ হবে রেজাল্ট তা জানা যায়নি। সংস্থার এক উচ্চ আধিকারিক জানিয়েছেন শীঘ্রই সময় সহ বিস্তারিত বিজ্ঞপ্তি আসবে।
চাকরির পরীক্ষাতেই দেখেছেন শুধু ওএমআর! স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে ওএমআরের পরিচয় করাতে গত ২০১৮ থেকে বড় পদক্ষেপ নিয়ে কাজ করছে কোচবিহার জেলার দিনহাটার সংস্থা সার্কেল। আর তাঁদের উদ্যোগেই পঞ্চম বছর গত ২০ই অক্টোবর অনুষ্ঠিত হয় সার্কেল সংস্থা আয়োজিত ইওর প্রেজেন্ট ট্যালেন্ট রিসার্চ বাই সার্কেল ২০২৪-এর পরীক্ষা। ২০১৮ সালে শুরু হয় এই মেধা নির্ধারক পরীক্ষা।
এবছর পঞ্চম বর্ষের পরীক্ষা আয়োজিত হয় কোচবিহার জেলার মোট ১০টি সেন্টারে। প্রায় ২০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় পরীক্ষা এমনটাই জানিয়েছেন অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা। দিনহাটা, ওকড়াবাড়ী, বাসন্তীরহাট, সাহেবগঞ্জ, জরাবাড়ি, ভেটাগুড়ি, গোসাইরহাট, চামটা, সিতাই ও বড়মরিচাতে হয় এই পরীক্ষা। এই পরীক্ষা পুরোপুরি ওএমআর ভিত্তিক। কোচবিহার জেলার সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সংস্থার এবছরের পরীক্ষা নিয়ামক আব্দুল রফিক জানান, সকলের সহযোগিতায় সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা ও সমর্থন আমাদের কাজকে সার্থক করেছে। আগামীদিনে সকলের সাহায্য পাবো আশাবাদী। আগামী ২৫শে নভেম্বর ফল প্রকাশ হবে।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে প্রতিটি ক্লাসের সেরাদের জন্য থাকছে পুরষ্কার ও এককালীন স্কলারশিপ। শিক্ষার মানকে উন্নত করতে আজ যে ওএমআর শিটে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই ২০১৮ থেকেই এই নব চিন্তার পরীক্ষা চলছে একদম ক্লাসভিত্তিক সিলেবাস অনুসারেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊