Upper Primary Recruitment: সুপ্রীম রায়ে আর রইলো না বাঁধা, এবার দ্রুত নিয়োগের সম্ভাবনা
উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। ১৪ হাজার ৫২ টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা নেই। কলকাতা হাই কোর্টের রায়কে মান্যতা দিয়ে জানাল শীর্ষ আদালত।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন মোট দুটি SPL উঠেছিল শীর্ষ আদালতে।
এদিন মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়েছেন, “নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই এবং নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।”
১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। কিন্তু শীর্ষ আদালতে খারিজ হয়েগেল এই মামলা ।
ফলে আর নিয়োগে বাধা রইল না। এদিনের রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।
0 মন্তব্যসমূহ
thanks