নেই শামি, এল নতুন তিন মুখ, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষনা
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ জনের দল ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। তবে অস্ট্রেলিয়া সফরেও জায়গা হল না মহম্মদ শামির। দ্বিপাক্ষিক সিরিজ়ে সাধারণত ১৫ জনের দল ঘোষণা করা হয়। তবে ১৮ জনের দল ঘোষণা বিরল ব্যাপার। তার সঙ্গে তিন জন রিজ়ার্ভকেও রাখা হয়েছে। দলে জায়গা পেল বাংলার অভিমন্যু, আকাশ, তিন নতুন মুখ।
অভিমন্যু আবার টেস্ট দলে জায়গা পেলেন। এ ছাড়া টেস্টে প্রথম বার সুযোগ দেওয়া হয়েছে হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডিকে। হর্ষিত এত দিন সাদা বলের ক্রিকেটে খেলছিলেন।
অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট হবে পার্থে ২২ থেকে ২৬ নভেম্বর, দ্বিতীয় টি অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হবে এটি, ৬-১০ ডিসেম্বর, ব্রিসবেনে ১৪-১৮ ডিসেম্বর, মেলবোর্নে ২৬-৩০ ডিসেম্বর এবং শেষ টেস্ট সিডনিতে ৩-৭ জানুয়ারি ২০২৫।
অস্ট্রেলিয়া সিরিজ়ে ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ় খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজ়ার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।
1 মন্তব্যসমূহ
সামি কে নিয়ে ষড়যন্ত্র করছে। দলের বিপদে তখন মনে পড়ে। ২০২৩ বিশ্বকাপে সেটা প্রমান করে দেখিয়ে দিয়েছে।
উত্তরমুছুনthanks