আরজি কর ঘটনা নিয়ে পুলিশ কর্মীদের কালিমালিপ্ত করছে একশ্রেণীর রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যম: বিজিতেশ্বর রাউত
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
আরজি করের ঘটনায় একটা বা দুটো পুলিশ কর্মী যে অপরাধ করেছে সেই অপরাধকে আমরা সাপোর্ট করিনা।আরজি করের ঘটনার জন্য সমস্ত পুলিশ কর্মীদের কালিমালিপ্ত করছে একশ্রেণীর রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যম। আরজিকরের ঘটনার জন্য পুলিশের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। বুধবার বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উৎসাহ দান সভায় এসে একথা বলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতেশ্বর রাউত।
তিনি বলেন এই ঘটনার জন্য পুলিশ কর্মীরা ট্রেনে বাসে এমনকি কোনো চায়ের দোকানেও নিজেদের পুলিশ বলে পরিচয় দিতে পারছেনা।
এদিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , বীরভূম, চন্দননগর কমিশনেরর, হাওড়া কমিশনার, হাওড়া রুরাল , হুগলি রুরাল ও ব্যাটেলিয়নের মোট ৮৫ জন সহ রাজ্যে মোট ৪১০ জন পুলিশ পরিবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ন দাস, সভাধিপতি শ্যামাপ্রশন্য লোহার সহ জেলা ও রাজ্যের পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊