Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর! চলতি বছর হচ্ছে না টেট!

বড় খবর! চলতি বছর হচ্ছে না টেট! 




চলতি বছর হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজেবিলিটি টেস্ট (টেট)। পরপর দুবছর অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক টেট। কিন্তু এবছর আর হচ্ছে না টেট। কারণ হিসাবে আইনি জটিলতা এবং পূর্বে পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়াকেই ‘দায়ী’ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

পর্ষদ সভাপতি বলেন, ‘‘২০২২ সালে ক্ষমতায় আসার পর আমার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক বছর টেট গ্রহণ করা। পর পর দু’বছর আমরা তা করেছি। কিন্তু দু’বছরে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন আইনি জটিলতার কারণে তাঁদের নিয়োগই এখনও শুরু হয়নি। তাই টেট এ বছরে না হলেও কিছুটা পিছিয়ে তা ছ’মাসের মধ্যে গ্রহণ করা হবে।’’

দীর্ঘ পাঁচ বছর পর ২০২২-এ টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষের মতো। উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী। পরের বছর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষা গ্রহণ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসেন ২ লক্ষ ৭২ হাজার জন। যদিও এখনো ফল প্রকাশ হয়নি।

সভাপতি বলেন, ‘‘বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। তা দূর করে খুব শীঘ্রই আমরা ফলপ্রকাশ করব। আমরা চাই, স্বচ্ছতা বজায় থাকুক।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code