দুটি ষ্টল নিয়েই শুরু হলো আতশবাজি মেলা খাটাজানিতে

Alipurduar


আলিপুরদুয়ার

আতশবাজি মেলা শুরু হয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। মেলায় দুটি ষ্টল রয়েছে যদিও সরকারিভাবে তিনজন লাইসেন্স পেয়েছেন আতশবাজি বিক্রি করার একজন লাইসেন্স পেয়েও ষ্টল খোলেন নি। সোমবার বিকেল চারটায় আলিপুরদুয়ার ২ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তৌসিফ হোসেন শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ অফিসার বিকাশ রায়ের উপস্থিতিতে টটপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর চন্দ্র রায় ফিতা কেটে আতশবাজি মেলার উদ্বোধন করেন। 


নানা রঙের আতশবাজি পাওয়া যাবে এই দুটি ষ্টলে। ব্লকের তিনজন ব্যবসায়ী আতশবাজি বিক্রির লাইসেন্স পেয়েছেন যদিও অধিকাংশ ব্যবসায়ীরা লাইসেন্সের জন্য আবেদন কবে হয়েছে কোথায় হয়েছে তা জানেন না। ফলে ব্যবসায়ীগন ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের বিরুদ্ধে। 



চার দিনব্যাপি চলবে এই মেলা। ‌ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত্র আটটা পর্যন্ত আতশবাজি ক্রয় করতে পারবেন সাধারণ বাসিন্দারা। ‌ সরকারিভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন চকলেট বোম নিষিদ্ধ থাকলেও ব্লকের বিভিন্ন প্রান্তে দেদার ফুটছে চকলেট বোম এমনটাও দেখা গেছে আতশবাজি মেলার পাশে। তবে আতশবাজি মেলা নিয়ে কোন রকম মন্তব্য করতে চাননি প্রশাসনিক কর্তারা। ‌ শামুকতলার ব্যবসায়ী বজরং বুচ্চা জানিয়েছেন আগামী দিনে বেশি পরিমাণে ব্যবসায়ী লাইসেন্স পেলে তাদের ব্যবসা অনেকটাই ভালো হবে।