Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী নিয়ে বড় পরিবর্তন, জানুন বিস্তারিত

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী নিয়ে বড় পরিবর্তন, জানুন বিস্তারিত 


Student

একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু সময় বদল করলো সংসদ। পরীক্ষার সময় এক ঘন্টা এগিয়ে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গেছে, দুপুর ৩ টের বদলে দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হবে বলে সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ।



সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সেই সময় রোজা চলবে। পাশাপাশি দেরি করে পরীক্ষা শেষ হলে দূরবর্তী পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে সময় এক ঘন্টা এগিয়ে আনা হল একাদশ শ্রেণির ক্ষেত্রে।”



একদশের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিনে সময় হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু তার পরিবর্তন করে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত করা হল।



একাদশ শ্রেণির পরীক্ষার সময় সকালে চলবে উচ্চমাধ্যমিক। একই দিনে প্রথম অর্ধে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, এবং শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। আর দুপুর ২টো থেকে নয়া রুটিন অনুযায়ী একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।

বিষয়ভিত্তিক পরীক্ষাগুলি দু’ঘণ্টা করে নেওয়া হলেও, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে ১ ঘন্টা ১৫ মিনিট। দুপুর ২টো থেকে শুরু হবে এবং ৩টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে বলে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code