চায়ের নেশা সর্বনাশা ! চা খাইয়ে টোটো নিয়ে চম্পট, ঘটনায় গ্রেফতার ১ 



শিলিগুড়ি : মদের নেশা সর্বনাশা,একথা অনেকেই বলে থাকেন, কিন্তু সদ্য ঘটে যাওয়া শিলিগুড়ির একটি ঘটনার পর বলতেই হচ্ছে, চায়ের নেশাও হতে পারে সর্বনাশা। এই চায়ের নেশায় পড়েই নিজের ই রিক্সা খুইয়েছেন শিলিগুড়ির শুভজিৎ চৌধুরী। ঘটনা বেশ কয়েকদিন আগের।

জানা গিয়েছে, ই রিক্সা চালক শুভজিৎ চৌধুরী এক যাত্রীকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালের সামনে থেকে হকার্স কর্নার, মহাবিস্থান হয়ে এস এফ রোডে যায়, সেখান থেকে ওই যাত্রী শুভজিৎ বাবুকে নিয়ে জলপাই মোরের দিকে রওনা দেন। ই-রিক্সাটি রিজার্ভ করে নিয়েছিল ওই যাত্রী। আর এখানেই বিপত্তি। জলপাই মোড়ের কাছে গিয়ে ওই যাত্রী ই-রিক্সাটি থামাতে বলেন এবং একটি দোকান থেকে চা নিয়ে এসে শুভজিৎ বাবু কে দেন। তারপর থেকে আর কিছুই মনে নেই রিক্সা চালক শুভজিৎ বাবুর। যখন জ্ঞান ফেরে, তিনি দেখেন পকেটে টাকা পয়সা কিছুই নেই, উধাও তার টোটো। এরপর পায়ে হেঁটেই শিলিগুড়ির দেবাশীষ কলোনির ভাড়াবাড়িতে ফিরতে হয় শুভজিৎ বাবুকে।

অবশেষে গোটা ঘটনাটি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভজিৎ বাবু। এরপর অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগানোর পাশাপাশি, শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে শুরু করে হকার্স কর্নার, মহাবীর স্থান এবং এস এফ রোডের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। এরপর শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে দেখা মিলেছে ওই ই রিক্সার। তৎক্ষণাৎ টিম সাজিয়ে অভিযান চালায় পুলিশ। আর অভিযানে মিলে যায় সাফল্য।

চুরি যাওয়া-ই রিক্সা সহ গ্রেপ্তার করা হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষীপুরের বাসিন্দা মোহাম্মদ নবীবকে। অভিযুক্ত মোহাম্মদ নবীবকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ।