অবশেষে ভোজপুরী সংগীত শিল্পী পবন সিং এর অনুষ্ঠান বাতিল বাংলায়
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
বহুলা সর্বজনীন কালীপুজোর সাংসকৃতিক অনুষ্ঠানে আগামী ৩ রা নভেম্বর সঙ্গীত পরিবেশনের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল ভোজপুরী সঙ্গীত শিল্পী পবন সিংকে। প্রাথমিক পর্যায়ে সামাজিক মাধ্যমে এই খবর প্রচার হতেই এর তীব্র বিরোধীতা শুরু করে বাংলা ভাষা ও বাঙালির অধিকারের দাবী জানিয়ে আসা সংগঠন বাংলা পক্ষ।
বাংলা পক্ষ'র বক্তব্য ভোজপুরী সংগীত শিল্পী পবন সিংকে ইতিপূর্বে বিগত লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু পবন সিং বাংলার মাটি বাংলার জল সর্বপরি বাঙালির নারীদেরকে অনেক অবমাননাকর গান গেয়ে বিখ্যাত হয়েছেন। যে শিল্পীর বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নেই তাকে বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আবহে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পবন সিং এর প্রার্থীপদ নিয়ে সরব হয়েছিলেন। শেষ পর্যন্ত বিতর্কের আবহে পবন সিং নিজে প্রার্থীপদ প্রত্যাহার করে সেই পর্যায়ে রেহাই পান। এরপর এই বছর কালীপুজো উপলক্ষ্যে সেই বিতর্কিত গায়ক পবন সিংকেই সঙ্গীত পরিবেশনের জন্যে জামুড়িয়ার বহুলা সর্বজনীন কালীপুজো কমিটি আমন্ত্রণ জানানোর ফলে ফের বিতর্ক ও সভালোচনার ঝড় ওঠে।
প্রসঙ্গত, ওই পুজো কমিটির সাথে জড়িয়ে আছেন তৃণমূলের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ও তার পুত্র যুব তৃণমূলের জেলা সম্পাদক প্রেম পাল সিং।
বিতর্কের ঝড় এতদূর পৌঁছায় যে পশ্চিম বর্ধমান জেলার জনমানসে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বসেন। পাশাপাশি বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা মহিলা কমিশন ও এডিপিসি ও জামুড়িয়া থানায় ওই অনুষ্ঠানের বিরুদ্ধে ডেপুটেশনের সিদ্ধান্ত নেয়।
পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় বহুলা সর্বজনীন কালীপুজো কমিটি।
এদিন পুজো উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে বৈঠক করেন প্রেম পাল সিং। তিনি জানিয়েছেন অনুষ্ঠানের সুরক্ষার বিষয়ে পুলিশ প্রশাসন কোনো প্রকার আশ্বাস না দেওয়ায় এই বছর সমস্ত প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks