Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার করে টাকা দিচ্ছে নবান্ন

পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার করে টাকা দিচ্ছে নবান্ন


Mamata


পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার করে টাকা দিচ্ছে নবান্ন। এক মাস দেরি হলেও এবার পুজোর আগেই ট্যাব কেনার দশ হাজার টাকা পাচ্ছে পড়ুয়ারা। সূত্রের খবর শুক্রবার থেকেই টাকা পৌঁছানো শুরু হবার কথা।

করোনা অতিমারির পরে ২০২১ সালে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্প আরম্ভ করে। প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ, ৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু এবছর দ্বাদশের সাথে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই খাতে।

এবছর আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে বাতিল হয় শিক্ষক দিবসের অনুষ্ঠান এমনকি বাতিল হয় ট্যাবের টাকা প্রদান প্রক্রিয়াও। প্রস্তুতি ছিলই। রাজ্যের সব জেলার ট্রেজ়ারির ৮৭টি অ্যাকাউন্টে মোট ১,৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে তার বাতিল হয়। ‘প্রশাসনিক কারণে’ অর্থ বিলি হচ্ছে না বলেই জানানো হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code