Latest News

6/recent/ticker-posts

Ad Code

Govinda Health Update: মিলল ছুটি! বাড়ি ফিরলেন গোবিন্দা

Govinda Health Update: মিলল ছুটি! বাড়ি ফিরলেন গোবিন্দা


Govinda

অবশেষে মিললো ছুটি। বাড়ি ফিরলেন গোবিন্দা। ভুলবশত নিজের লাইসেন্সড রিভলভার থেকে বা পায়ে গুলি লেগে আহত হন অভিনেতা। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সফল অস্ত্রোপচারের পর আজ ছুটি পেয়েছেন গোবিন্দা। তবে এখনও দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারছেন না গোবিন্দ। হুইলচেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওন দেন তিনি।

বর্ষীয়ান অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ ছাড়া পেলেন মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতাল থেকে। চিকিৎসকদের তরফে জানানো অভিনেতাকে আগামী ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রাম করতে বলা হয়েছে। ব্যায়াম ও ফিজিওথেরাপি চলছে তাঁর। আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা। বাড়িতেই তিনি বিশ্রামে থাকবেন। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়।


জানা গিয়েছিল সকাল তখন ভোর পাঁচটা। শ্যুটিংয়ের কাজে বের হচ্ছিলেন গোবিন্দা। সেসময় নিজের কাছে থাকা বন্দুক থেকে আচমকাই গুলি বেড়িয়ে যায় আর সেই গুলি অভিনেতার পায়ে লাগে। পায়ে লাগার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তিনি। গলগল করে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ায় বেশ অসুস্থ তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।  


কলকাতা আসার জন্য় তৈরি হচ্ছিলেন তিনি। তখনই ঘটে এই বিপত্তি, দাবি ম্যানেজারের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code