সিতাইয়ের ঘটনা অস্বীকার অনন্ত মহারাজের, পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান মন্ত্রী উদয়ন

ananta udayan



সিতাই:

সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে উপস্থিত হয়ে বিজ্ঞানানন্দ মহারাজ এর সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ সেখানে পৌঁছে গতকালের ঘটনা নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে বেনজির আক্রমণ করে মন্ত্রী। 

পাশাপাশি সিতাই থানার আইসিকে মন্ত্রী উদয়ন গুহ বলেন এখানে এসে অনন্ত মহারাজ যে ন্যাক্কারজনক ঘটনা করেছে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিতে। দিনহাটার গ্রামেগঞ্জে যেমন অনন্ত মহারাজের খাওয়া বন্ধ হয়ে গেছে তেমনি যেনো সিতাইয়ে তার খাবারের ব্যবস্থা না হয় সে বিষয়ে সিতাই বাসিদের দেখতে বলেছেন। 

এছাড়াও তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের তরফে আশ্রমের সামনে ৭০০ মিটার রাস্তা, সাথে আশ্রমের উঠান পাকা করে দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী  উদয়ন গুহ। 

প্রসঙ্গত গতকাল বিকেলে উক্ত আশ্রমের অধ্যক্ষ বিজ্ঞানানন্দ মহারাজ কে হেনস্থার অভিযোগ ওঠে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। যদিও গতকালের ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।