Salman Khan: বাবা সিদ্দিকির হত্যার পর কড়া হুমকির মুখে সলমন!
বিজয়া দশমীর দিন অভিনেতা সলমন-ঘনিষ্ঠ এনসিপি নেতা (NCP Leader) বাবা সিদ্দিকিকে (Baba Siddique) গুলি করে হত্যা করা হয়েছে। ১২ অক্টোবর নির্মল নগরে নিজের অফিসের বাইরে পরপর গুলি করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এই নেতা। বাবা সিদ্দিকির খুনের খবর পেতেই উত্তাল হয়ে উঠতে শুরু করে মুম্বই (Mumbai)। এবার হুমকির মুখে সলমন খান (Salman Khan)।
১৩ অক্টোবর বাবা সিদ্দিকিকে শেষ বিদায় জানানো হয়। বাবা সিদ্দিকি খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গুরমিল সিং এবং ধর্মরাজ কাশ্যপ। গ্রেফতারির পর দুজনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়। গুরমিল সিং এবং ধর্মরাজ কাশ্যপের পাশাপাশি শিবকুমার নামে আরও এক শ্যুটারকে সনাক্ত করা হয়েছে। তবে শিবকুমার কোথায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
তবে যে বা যাঁরা সলমন খানকে (Salman Khan) সাহায্য করবেন, তাঁদের ফল ভুগতে হবে। বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের পর এবার এভাবেই সুর চড়ানো হল বিষ্ণোই গ্য়াংয়ের (Bishnoi Gang) তরফে। বলিউড অভিনতা সলমন খানকে কোনওভাবে সাহায্য করা হলে, তাঁকে শাস্তি দেওয়া হবে। কোনওভাবে সলমনের সাহায্যকারীকে ক্ষমা করা হবে না। বাবা সিদ্দিকির খুনের পর থেকে বিষ্ণোই গ্যায়ের এই হুমকির জেরে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
প্রসঙ্গত বাবা সিদ্দিকির খুনের পর উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের নাম। লরেন্স বিষ্ণোইই বাবা সিদ্দিকিকে খুন করেছে বলে জানা যায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়াতে শুরু করে। সলমন খানের ঘনিষ্ঠতার জন্যই বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊