যুব জ্যোতি সংঘের এবারে দুর্গাপুজোর থিম ভাত কাপড়!

Durga Puja



শিলিগুড়ি


সূর্যসেন কলোনির ব্লক বি অন্তর্গত যুব জ্যোতি সংঘের এবারের পূজোর থিম ভাত কাপড়। প্রতিবছর এই পুজো মণ্ডপ আকর্ষণীয় মণ্ডপ করে থাকে। এবারও তারা একেবারে নতুন আঙ্গিকে তৈরি করছেন তাদের পুজো মণ্ডপ। সংশ্লিষ্ট পূজা মন্ডপের উদ্যোক্তাদের সঙ্গে কথা বললে জানা , পরিবেশবান্ধব উপকরণ নিয়ে তারা তৈরি করছেন তাদের পূজা মন্ডপ। বাঁশ , ঘুঁটে দিয়ে তৈরি হচ্ছে তাদের পূজো মণ্ডপ। 


এবারে তাদের পুজোর থিম কি? এই বিষয়ে তারা জানিয়েছেন এবারে তাদের পুজোর থিম ভাত কাপড়! এমন থিম কেন? প্রসঙ্গত এই বিষয়ে তারা জানান বিয়ের পরে একটি অনুষ্ঠান হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। সেখানে স্বামী-স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব বহন করবার আশ্বাস দেন। কিন্তু বিভিন্ন কারণে কেউ কেউ আবার সেই আশ্বাস থেকে পিছিয়ে আসেন। তখন সেই সমস্ত বধূরা নিজেরাই নিজেদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নেন। মূলত তাদেরকে সম্মান করতেই এবারে তাদের থিম ভাত কাপড়। 



এছাড়া তারা আরো জানিয়েছেন গৃহস্থ বাড়ির পরিচারী কারা প্রতিদিন জামা কাপড় ,কাচেন রান্না করেন । তাদের অবদান কম নয়। তাদেরকেও সম্মান জানাতে এবারে তাদের থিম ভাত কাপড়। প্রসঙ্গত তারা আরো জানান যে আশা রাখছেন এবারে তাদের পূজা মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ঢল নামবে।