Junior Doctors Protest: ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা


Doctors Protest
File Photo 


আরজি কর কাণ্ডের জের অনেকদিন ছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এরপর কিছু দাবি দাওয়া সরকার মেনে মেনে নিয়েছিল। তবে এবার ফের রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest)। ৮ ঘণ্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ভয়ের রাজনীতি বন্ধ না হওয়া এবং সরকার নিরাপত্তা দিতে না পারায় কর্মবিরতির এই সিদ্ধান্ত। মোট ১০ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে অপসারণ সহ প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য দফতরেকে নেওয়ার দাবি জানিয়েছে ডাক্তাররা।


দাবি গুলি হল: 

১. নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার
২. স্বাস্থ্যসচিবের অপসারণ
৩. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা
৪. সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা
৫. হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা
৬. ছাত্র সংসদ নির্বাচন
৭. হাসপাতালগুলির শূন্যপদ পূরণ করা
৮. হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা
৯. দ্রুত সমস্ত হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি বসানো
১০. প্যানিক বোতামের ব্যবস্থা করা