শিলিগুড়ির নার্সের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

siliguri nurse


শিলিগুড়ি : মিলনপল্লী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল একজন নার্সের ঝুলন্ত মৃতদেহ। এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য এমনই সন্দেহ করে ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায় মৃত ওই নার্সের বয়স ২৫, তিনি দার্জিলিংয়ের বাসিন্দা ছিলেন। শিলিগুড়ির খালপাড়া এলাকাতে একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন তিনি এবং এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই বাড়িতে প্রচুর লোকের যাতায়াত ছিল। তবে কেনই বা এত লোক এই বাড়িতে আসতো যেতো তা কেউই স্পষ্ট জানে না। এদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকেও প্রচুর হাসপাতালে কর্মী এবং মানুষেরা এই বাড়িতে আসে এমনকি অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু এই নার্সের মৃত্যুর ব্যাপারে কাউকে কোন খবর দেওয়া হয় না।

তৎক্ষণাৎ এলাকাবাসীদের সন্দেহ হলে তারা বাড়িটিকে ঘিরে ফেলে এবং স্থানীয় কাউন্সিলর কে খবর দেয়। কাউন্সিলর জয়ন্ত সাহা ও পুলিশ ঘটনারস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, মৃতদেহটি একটি পাতলা রডের সঙ্গে ঝোলা অবস্থায় পাওয়া যায় এবং ওই যুবতীর পা মাটিতে লেগে ছিল। সারা শরীরে কালশিটে পড়ে যায়। তাতেই সন্দেহ বাঁধে। তবে এটি আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু করেছে পুলিস।