খুশির খবর: এবার স্বাস্থ্য বিমা, জীবন বিমায় GST ছাড়!
মধ্যবিত্ত নাগরিকের জন্য খুশিরখবর। এবার প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার (Health Insurance) প্রিমিয়ামে পুরোপুরি জিএসটি ছাড় মিলতে চলেছে। পাশাপাশি জীবন বিমার টার্ম পলিসি (Term Insurance) থেকেও উঠতে চলেছে জিএসটি।
অন্যান্য ক্ষেত্রে ৫ লক্ষ পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত হয়েছে শনিবার মন্ত্রিগোষ্ঠীর জিএসটি কাউন্সিলের বৈঠকে। উল্লেখ্য, এই বিষয়ে প্রথম দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকেই এদিন মান্যতা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের পর এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছিলেন তিনি।
এক্স হ্যান্ডলে এক পোস্টে মমতা লেখেন, “এই জায়গায় জিএসটি নেতিবাচক। যেহেতু মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অনভিপ্রেত প্রভাব পড়ছে।” এর পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, “কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে, তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”
সূত্রের খবর, শনিবার, ১৯ অক্টোবর GST কাউন্সিলের বৈঠকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে বেশিরভাগ GoM সদস্যরা জীবন ও স্বাস্থ্য নীতির জন্য প্রিমিয়ামের উপর "সম্পূর্ণ ছাড়" দেওয়ার পক্ষে কথা বললেও, কিছু সদস্য GST হার বর্তমান 18 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ করার পরামর্শ দিয়েছেন।
হার পর্যালোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্যানেল, 31 অক্টোবরের মধ্যে GST কাউন্সিলের কাছে তাঁদের চূড়ান্ত সুপারিশ পেশ করবেন। পরবর্তী GST কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের বিষয়টি।
0 মন্তব্যসমূহ
thanks