বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪



বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪




বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ কোচবিহার জেলায় বিশেষ সুনাম অর্জন করেছে ইতিমধ্যে। শুধু পড়াশুনাই নয় সমাজসেবামূলক বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে বছরভর যুক্ত থাকে এই বিদ্যালয়। এবছর দুর্গা পূজায় কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন দুর্গা পূজায় শারদ সম্মান দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে।


মোট ৪৯ টি পূজা পরিক্রমা করে মোট ৫ টি পূজা কমিটিকে সেরা হিসাবে নির্বাচন করে তাঁদের হাতে শারদ সম্মান ২০২৪ তুলে দেওয়া হয়।

বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪


মূলত ১। মা দূর্গার প্রতিমা, ২। প্যান্ডেল, ৩। সমাজ সচেতনতামূলক প্রচার, ৪। পরিবেশ , ৫। দর্শক সমাগম- এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে শারদ সম্মান তুলে দেওয়া হয় সেরা পূজা উদ্যোক্তাদের।


বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪

বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিষ্ণু বর্মন, নরেশ বর্মন, কৃষ্ণকান্ত বর্মন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনামনি রায় বর্মন ।

বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে শারদ সম্মান ২০২৪


বিচারকের সিদ্ধান্তে প্রথম স্থান অধিকার করে পাকুরতলা বাস স্ট্যান্ড দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় পুরান বক্সিরহাট ইউথ ক্লাব আশ্চর্য দূর্গাপূজা কমিটি, তৃতীয় পাখিহাগা কলোনি দুর্গাপূজা কমিটি, চতুর্থ নতুন বক্সিরহাট বিবেকানন্দ ক্লাব দুর্গাপূজা কমিটি এবং পঞ্চম স্থান অধিকার করে ডঙারহাট ব্যবসায়ী সমিতি ও রামকৃষ্ণ সংঘ দুর্গাপূজা কমিটি ।