Durga Puja 2024: দিনহাটায় কার্নিভাল কবে? জানালেন মন্ত্রী উদয়ন গুহ

Dinhata Puja Carnival


শরতের স্নিগ্ধ আকাশে বাতাসে শারদীয়া। মহালয়া থেকে শুরু করে দেবীপক্ষের প্রতিটি দিন জুড়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবে মাতোয়ারা বাঙালি। ষষ্টী, সপ্তমী, অষ্টমী, নবমী করে দশমী। দশমীতে মায়ের বিদায় বেলা। আর তারপরেই হবে কার্নিভাল। ব্যতিক্রম নয় দিনহাটাও।

উত্তরবঙ্গের দুর্গোৎসবের মধ্যে অন্যতম দিনহাটা। শহর জুড়ে একাধিক পুজো মণ্ডপ। শহীদ কর্ণার, মদনমোহন মন্দির দুর্গোৎসব, নাট্য সংস্থা, যুব সংস্থা, বোর্ডিং পাড়া মাঠ দুর্গাপূজা সহ আরও একাধিক পুজো মণ্ডপ রয়েছে দিনহাটাতে। যাদের প্রতিমা থেকে আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা চোখে পড়ার মতো। দিন কয়েক ধরে বিকেল থেকে শুরু শেষ রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় দিনহাটা জুড়ে। পাশাপাশি গ্রামাঞ্চলের পুজো গুলোতেও ছিল উপচে পড়া ভিড়। এবার নজর কার্নিভালের দিকে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন আগামী ১৪ই অক্টোবর হবে কার্নিভাল। জমায়েত হবে দিনহাটা সংহতি ময়দানে। বিকাল ৫টায় জমায়েত। প্রতি বছরের ন্যায় এবছরও সেই কার্নিভাল সংহতি ময়দানে থেকে দিনহাটা-কোচবিহার মেইন রোড ধরে পাঁচ মাথা হয়ে বেড়িয়ে যাবে গোসানী রোডে এমনটাই খবর। এদিন কার্নিভাল ঘিরেও দর্শনার্থীদের ভিড় হবে প্রচুর। কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে প্রশাসনও।