আরজি কর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা
বড় খবর। গণ ইস্তফা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আরজি করের ৫০ জন সিনিয়রের গণইস্তফা। এই পদক্ষেপের পরেই সিনিয়র ডাক্তারদের ‘গার্ড অফ অনার’ দিতে দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের।
দশ দফা দাবি নিয়ে আন্দোলনে বসেছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র কয়েকজন ডাক্তার। আর সেই অনশনের সমর্থনে এবার গণ ইস্তফা দিল সিনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণইস্তফা দিয়েছেন আরজি করের সিনিয়র ডাক্তারেরা।
শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা।
সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। আগামী 10 তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দিয়েছিলেন আর তার ঠিক পরের দিনই আমরণ অনশন করার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তাররা। এদিন মুখ্য সচিব বলেন, বলেন, ‘‘আমরা সবাইকে কাজে ফিরে আসতে অনুরোধ করছি। অনেকে ফিরেছেন। বাকিরাও ফিরুন। মানুষকে পরিষেবা দিন। আমরা সবাই মিলে হাসপাতালের পরিবেশের উন্নতির চেষ্টা করছি। এবং কাজ যে হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে।’’
0 মন্তব্যসমূহ
thanks