Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal DA Hike: পূজার মুখে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য খুশির খবর

West Bengal DA Hike: পূজার মুখে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য খুশির খবর

West Bengal DA Hike: পূজার মুখে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য খুশির খবর



পূজার মুখে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য খুশির খবর। আবারও ডিএ ঘোষণা হতে চলেছে সরকারী কর্মচারীদের। ২০২৬ এর নির্বাচনের আগেই যাতে ডিএ পান রাজ্যের সরকারী কর্মচারীরা তা নিয়ে চলছে আলোচনা।

গত লোকসভা নির্বাচনের আগেই ৪ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকা সকলেই ১ মে থেকে বর্ধিত হারে DA পাবেন বলে ঘোষণা হয়। কিন্তু পরবর্তীতে মে নয় এপ্রিল থেকেই সেই হারে ডিএ দেওয়ার নির্দেশ জারি হয়।


প্রসঙ্গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথম ৪ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বাজেটে আরও ৪ শতাংশ হারে DA বাড়ানোর ঘোষনা দেওয়া হয়। ফলে রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে ১৪ শতাংশ হয়। এতে রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্ত DA-র ফারাক ৩২ শতাংশ।


তবে সূত্রের খবর ২০২৬ সালের আগেই এই পার্থক্য যাতে কমানো যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। সূত্রের খবর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ বৃদ্ধির ভাবনা শুরু করেছে রাজ্য সরকার।  তবে কতটা বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code