RRB NTPC RECRUITMENT: রেলে ১২০০০ শূন্যপদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ালো বোর্ড 


Rail Job

উচ্চমাধ্যমিক ও স্নাতক যোগ্যতায় রেলে নিয়োগে চলছে আবেদন। সেই শূন্যপদ গুলিতে আবেদনের সময়সীমা বাড়ালো রেল বোর্ড । RRB NTPC রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে নন-টেকনিকাল পুপলার ক্যাটেগরিসে (NTPC) মোট ১১,৫৫৮টি শূন্যপদে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। 



জানা গেছে স্নাতক উত্তীর্ণ প্রার্থীদেরও ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ৮,১১৩। আর ৩,৪৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের। স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের জন্য যে পদগুলো সেগুলোতে আবেদন গ্রহন শুরু হয়েছে। ২১শে সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য পদগুলোতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। 



রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে যে স্নাতক উত্তীর্ণদের জন্য মোট ৮,১১৩টি শূন্যপদে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। আগামী ২১ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৩,৪৪৫। কিন্তু সেই সময়সীমা উভয় ক্ষেত্রে ২৭শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 



জেনারেল প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা। তবে CBT-১ পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স-সার্ভিসম্যান এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের আবেদন ফি হিসেবে লাগবে ২৫০ টাকা। CBT-১ পরীক্ষা দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।