India vs New Zealand: নেই শামি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও জায়গা হল না মহম্মদ শামির। নিউজ়িল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষনা করলো বিসিসিআই। তবে প্রত্যাশা থাকলেও জাতীয় দলে মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন পিছিয়ে গেল। তিনি যে পুরো ফিট নন তা স্পষ্ট।
শামি সুযোগ না পেলেও রিজার্ভ হিসাবে রাখা হল তিনজন পেসারকে। তাঁরা হলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজরকাড়া পেসার হর্ষিত রানা, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। যশপ্রীত বুমরাকে দলের সহ অধিনায়ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বছরের শেষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা চলছে। প্রথম ম্যাচ নাও খেলতে পারেন বলে সূত্রের খবর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাচ কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।
রিজার্ভে থাকছেন: হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ
পূর্ণাঙ্গ সূচি
প্রথম টেস্ট
বেঙ্গালুরু, ১৬-২০ অক্টোবর
দ্বিতীয় টেস্ট
পুণে, ২৪-২৮ অক্টোবর
তৃতীয় টেস্ট
মুম্বই, ১-৫ নভেম্বর
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊