Lottery News: জাল লটারি বন্ধে চললো পুলিসি তল্লাসি

Police search to stop fake lottery



জাল লটারি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সংবাদ মাধ্যমেইও উঠে এসেছে সেই তথ্য। এবার বাজারে জাল লটারির অবৈধ ব্যবসা রুখতে রাস্তায় নামল আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারের অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিস।

সোমবার সকাল থেকেই গাইঘাটা, হরিপুর, বহুলা, সিধুলি এলাকার একাধিক লটারি দোকানে জাল লটারি তল্লাশি চালায় অন্ডাল থানার বনবোহাল ফাঁড়ির পুলিস।

এদিনের ঘটনা প্রসঙ্গে এক লটারি বিক্রেতা জিতেন রুইদাস জানান, পুলিশ এসে আমার দোকান,প্যান্টের পকেট ব্যাগ এবং মোবাইল চেক করে তাতে ঝাড়খন্ডরের কোন ছবি বা কোন লটারি পাওয়া যায়নি। আমরা দীর্ঘদিন ধরে রাজ্য লটারি বিক্রি করে আসছি। একই সাথে তিনি আরো বলেন, ঝাড়খন্ড লটারি আসার পর থেকে আমাদের লটারি ব্যবসা আগের তুলনায় অনেকটাই ক্ষতের মুখে।

এদিন লটারি বিক্রেতারা জানান, আমরা পুলিসকে বলব যেন এই ঝাড়খন্ড লটারি বন্ধ করা হয়। আর পুলিসের এই উদ্যোগ দেখে আমরা খুবই খুশি, আমরা চাই যাতে ঝাড়খন্ড লটারি বন্ধ হয়।

তবে বিভিন্ন দোকানে তল্লাশি চালানোর পরও পাওয়া যায়নি জাল লটারি। তাহলে কিভাবে বিক্রি হচ্ছে জাল লটারি? না পুলিসি তল্লাশি চালানোর আগেই খবর পেয়ে যায় জাল লটারি কারবারিরা? এই প্রশ্ন তুলছে এলাকার ডিয়ার লটারি ব্যবসায়ীরা।