Latest News

6/recent/ticker-posts

Ad Code

রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর

রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর

Nobel in chemistry


রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর। প্রোটিনের গঠন এবং নকশা সংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য নোবেল কমিটি ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম জাম্পারকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। মঙ্গলবার ঘোষণা হয়েছিল পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের। জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন পেয়েছে নোবেল। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য সম্মানিত হলেন তাঁরা। এবার আজ রসায়নে।


শরীরে এরা নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রোটিন অতি জটিল অনু। ছোট ছোট অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে একটি দীর্ঘ শৃঙ্খলে এরা জুড়ে থাকে। এদের বিন্যাসই নির্ণয় করে প্রোটিনের গঠন ও ভূমিকা। আর এই বিষয়েই গবেষণা করেছেন এই তিন‌ বিজ্ঞানী। 



সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার হিসেবে দেওয়া হয় স্বর্ণ পদক ও এক কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ৮.২৭ কোটি টাকা)। রসায়ন, পর্দার্থবিজ্ঞান, সাহিত্য সহ বেশ কয়েকটি বিষয়ে এ বছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হবে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code