বিশ্ব ডাক দিবস উদযাপন দিনহাটা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীদের
দিনহাটা:
দিনহাটায় বিশ্ব ডাক দিবস উদযাপিত হল। বুধবার দুপুর দুটো নাগাদ দিনহাটা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীরা এই দিনটি পালন করল মর্যাদার সাথে।
দিনহাটা উপ-ডাকঘরে গিয়ে পোস্টাল অ্যাসিস্টেন্ট বিক্রম সিংহ সর্দারকে, দিনহাটা বাজার ডাকঘরে গিয়ে পোস্ট মাস্টার স্বপন কুমার সিংহ কে এবং ভাংনী প্রথম খন্ড ডাকঘরে গিয়ে পোস্ট মাস্টার রাম গোপাল সাহা কে চন্দনের ফোঁটা পরিয়ে, পুষ্পস্তবক ও শুভেচ্ছাপত্র দিয়ে সম্মাননা জানায়। উপস্থিত ছিলেন- পূজা মালাকার, প্রিয়া দেবনাথ, নন্দিনী সূত্রধর ও অন্যান্যরা।
উল্লেখ্য বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (UPU) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বিশ্বব্যাপী বিপ্লবের সূচনা করে।
0 মন্তব্যসমূহ
thanks