আরজি করের পর কলকাতা মেডিকেলও গণ ইস্তফা
আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতা মেডিক্যালে গণইস্তফা! কলকাতা মেডিক্যালে গণইস্তফার সিদ্ধান্ত চিকিৎসকদের এমনটাই খবর। পাশাপাশি সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছে আর তারপর গণইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর।
১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আড়াই দিন পার। এখনও সাড়া দেয়নি সরকার। এর মাঝেই প্রতিবাদে আরজি করে গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছিল সিনিয়র চিকিৎসকদের। এবার কলকাতা মেডিকেলে ৫০ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিচ্ছেন বলে খবর। সকালের বৈঠকেই গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে। তবে চাকরি নয়, ডিউটি থেকে ইস্তফা বলে জানানো হয়েছে। (RG Kar Protests)
ধর্মতলায় এখনও আমরণ অনশন চলছে জুনিয়র চিকিৎসকদের। পাশাপাশি, আর জি কর হাসপাতালে প্রতীকী অনশনেও বসেছেন বেশ কয়েক জন জুনিয়র চিকিৎসক। আর সেই আবহেই গণ ইস্তফার সিদ্ধান্ত সিনিয়র চিকিৎসকদের। ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা।
শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা।
সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। আগামী 10 তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দিয়েছিলেন আর তার ঠিক পরের দিনই আমরণ অনশন করার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তাররা। এদিন মুখ্য সচিব বলেন, বলেন, ‘‘আমরা সবাইকে কাজে ফিরে আসতে অনুরোধ করছি। অনেকে ফিরেছেন। বাকিরাও ফিরুন। মানুষকে পরিষেবা দিন। আমরা সবাই মিলে হাসপাতালের পরিবেশের উন্নতির চেষ্টা করছি। এবং কাজ যে হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে।’’
0 মন্তব্যসমূহ
thanks