আজ মহালয়া, নদীর ঘাটে ঘাটে তর্পনের দৃশ্য, কাশফুলের বনে সেলফির ভীড়

আজ মহালয়া, নদীর ঘাটে ঘাটে তর্পনের দৃশ্য, কাশফুলের বনে সেলফির ভীড়



আজ মহালয়া । পিতৃ পক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। আর এই দিন উপলক্ষেই বিভিন্ন নদীর ঘাট গুলোতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা যায়। জলপাইগুড়িতে তিস্তা নদী ও, রাজবাড়ী দিঘিতে তর্পণের ছবি লক্ষ্য করা যায় আজ সকালে। সকাল থেকেই মানুষের ভিড় দেখা গিয়েছিল । তিল জল সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে নদীর জলে তর্পণ করেন পূর্বপুরুষদের আত্মার শান্তিতে।


মহালয়ার পূণ্যতিথিতে জলপাইগুড়িতে চলছে তর্পণ। সেইসাথে মহালয়ার সকালে অসংখ্য মানুষের ভিড় তিস্তা নদীর কাশবনের পারে। ভিড় এড়াতে পুলিশ প্রশাসনের ব্যবস্থাও লক্ষ্যকরা গেছে।


মহালয়ার শারদ প্রাতে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে কাশ বনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। এদিন হাজার হাজার মানুষ তিস্তা নদীর এক নম্বর স্পারে জমায়েত হয়। পাশাপাশি নদীর কাশবনে গিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে ৮ থেকে ৮০।


কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল। তিস্তা নদীর এক নম্বর পাড়ে ভেতরে ঢুকতে দেয়া হয়নি কোন যানবাহন।