বাংলাদেশকে উড়িয়ে সিরিজ ‘হোয়াইটওয়াশ’ করলো রোহিতের ভারত
টেস্ট না টি-টোয়েন্টি! হ্যাঁ এমনটাই হল ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। অনেকে আবার টি-টেন বলছে। মাত্র আড়াই দিনেই জয়ের সূচকে পৌঁছে গেল ভারত। আর সাথে সাথে সিরিজ হোয়াইট ওয়াশ করলো রোহিত ব্রিগেড। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত।
বৃষ্টির জন্য প্রথম দিন হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিনে বলই গড়ায়নি। চতুর্থ দিনে খেলা হল টি-টোয়েন্টির মতো। মোমিনুল হকের লড়াকু ইনিংসে বাংলাদেশ করে ২৩৩। বাংলাদেশ ব্যাটিংকে ধরাশায়ী করার কাজটা করে দেন বুমরাহ-অশ্বিনরা। চতুর্থ দিনে দলগত দ্রুততম ৫০, ১০০, ২০০ সবই ছিল ভারতের নামে। জয়সওয়াল করেন ৭২ রান। নিজস্ব ‘বাজবলে’ ৩৫ ওভারের মধ্যে ভারত করে ২৮৫ রান।
চতুর্থ দিনের শেষেই বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫২ রানের লক্ষ্য পেড়িয়ে ইনিংস থামল ১৪৬ রানে। মাত্র ৯৫ রানের লক্ষ্য দিয়েছিল তাঁরা। ব্যক্তিগত ৩৭ রানের মাথায় বুমরাহর বলে বোল্ড হয়ে গেলেন মুশফিকুর। অশ্বিন পেলেন ৩ উইকেট, জাদেজার সংগ্রহ ৩। বুমরাহও তুলে নিলেন ৩ উইকেট।
ভারতের অধিনায়ক দ্রুত ফিরলেও যশস্বী ও বিরাট খাঁজটা সহজ করে ফেললেন। যশস্বী এই ইনিংসেও হাফসেঞ্চুরি করলেন। ম্যাচের সেরাও হলেন। বিরাট কোহলি অপরাজিত রইলেন ২৯ রানে। ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। সিরিজের সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন।
0 মন্তব্যসমূহ
thanks