নবমীর বিকেলে ধর্মতলায় জমায়েতের ডাক, জনতাকেও আহ্বান জুনিয়র ডাক্তারদের
নবমীর বিকেলে ধর্মতলায় জমায়েতের ডাক, জনতাকেও আহ্বান জুনিয়র ডাক্তারদের। ১০ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ৭ জুনিয়র ডাক্তার। রাজ্যের তরফে সমস্যা সমাধানে বৈঠকের আয়োজন করা হলেও রফাসূত্র মেলেনি। এরই মাঝে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো। ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।
নবমীর বিকেলে ধর্মতলায় জমায়েতের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আমজনতাকে তাঁদের এই আন্দোলনের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে আইএমএর তরফে চিঠি লেখা হয়েছে মুখ্যমন্ত্রীকে।
এদিকে ধর্না মঞ্চে অসুস্থ অনিকেত। শারিরীক অবস্থা ভালো নয়। চিকিৎসকরা জানান, অনিকেতের হাই প্রেসারের সমস্যা ছিলই। অনশনের জেরে শরীরে জলের পরিমাণ একদম কমে গিয়েছে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন পালস রেট ছিল ১২০/১২১। পায়ে ক্রাম্প ছিল। জল কমার ফলে যা যা সমস্যা দেখা দেয়, তার সমস্ত উপসর্গ রয়েছে। শরীরে মিলেছে কিটোন বডি।
0 মন্তব্যসমূহ
thanks