প্রেম করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার!
প্রেম করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার! বয়স ১৮ পেরোতেই বিয়ে করে নিয়েছিলেন। কিন্তু গত ৫ বছর ধরে সিঙ্গল মধুমিতা। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তারপর আর প্রেমের গুঞ্জন বা সম্পর্কে জড়ানোর কথা জানা যায়নি। তবে এবার দুর্গাপূজায় জানালেন প্রেম করছেন তিনি।
আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে প্রেম করছেন মধুমিতা। সপ্তমীর মধ্যরাতে মধুমিতার হাতের উপর রাখা আর একটা হাত নিস্তব্ধতার চারিদিকে লিখেছেন, "নতুন শুরু"। অপর একটি ছবিতে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন মধুমিতা। কালো শাড়িতে অভিনেত্রী সাথে কালো শার্টে দেবমাল্য চক্রবর্তী।
তবে মধুমিতার প্রেমিক অভিনয় জগতের কেউ নন। কিন্তু, সমাজমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। পাশাপাশি কি তাঁর পেশা তা আপাতত গোপন রাখতে চাইছেন অভিনেত্রী এমনটাই খবর।
0 মন্তব্যসমূহ
thanks